NISE ডেটা প্ল্যাটফর্মের আওতায় স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড, আইডিইবি এর উদ্বোধনী অনুষ্ঠান।
আইডিইবি এর সভাপতি জনাব এ কে এম এ হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব এন এম জিয়াউল আলম পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোঃ ওমর ফারুক, মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) এসপায়ার টু ইনোভেট (এটুআই), জনাব সরদার এম আসাদুজ্জামান, সহকারি আবাসিক প্রতিনিধি ইউএনডিপি বাংলাদেশ।
স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব শামসুর রহমান, সাধারণ সম্পাদক, আইডিইবি এবং NISE প্ল্যাটফর্ম ও স্কিলস প্ল্যানিং ড্যাশবোর্ড, আইডিইবি বিষয়ে মুল উপস্থাপনা করেন এটুআই এর স্ট্র্যাটিজি এন্ড ইনোভেশন স্পেশালিস্ট জনাব আসাদ-উজ-জামান এবং জনাব মো এনামুল হক, রিসার্চ ফেলো, আইডিইবি।














