Day: June 1, 2022
ToT of Skills Planning Dashboard of Department of Social Service
Training of Trainers of Skills Planning Dashboard of Department of Social Service in the National Intelligence for Skills, Education, Employment & Entrepreneurship (NISE)
Organized by -a2i-Aspire to Innovate & Department of Social Services (DSS).




খুলনায় প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত
খুলনায় প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এটুআই, ইউনিসেফ বাংলাদেশ ও ইউএনডিপি এক্সিলারেটর ল্যাব-এর সহযোগিতায় সুন্দরবন ইন্সটিটিউট অব টেকনোলজি এই চাকুরি মেলার আয়োজন করেছে। মেলায় দেশের ২৫টি শিল্পপ্রতিষ্ঠান প্রশিক্ষিত যুবদের কাছ থেকে সিভি সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও চাকুরির জন্য নির্বাচনের লক্ষ্যে অংশ নেয়।
শত শত চাকুরি প্রত্যাশী তরুণ ও তরুণী দিনব্যাপী এই মেলায় অংশগ্রহকারী শিল্পপ্রতিষ্ঠানের স্টলগুলোতে পরিদর্শন করে তাদের পছন্দের চাকুরির জন্য জীবন-বৃত্তান্ত জমা দেন। এদিন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ চাকুরি প্রত্যাশীর কাছ থেকে মোট ৯২৭টি সিভি সংগ্রহ করেন এবং যথাযথ প্রক্রিয়ায় চাকুরির প্রদানের লক্ষ্যে ১৫৭ কে নির্বাচন করেন।
চাকুরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মো: ইসমাইল হোসেন এনডিসি। সুন্দরবন ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ জনাব এস এম মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএনডিপি বাংলাদেশ-এর সহকারী আবাসিক প্রতিনিধি জনাব সরদার এম আসাদুজ্জামান, এটুআই-এর স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন স্পেশালিস্ট জনাব আসাদ-উজ-জামান, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জনাব বুলু বিশ্বাস, এবং ইউনিসেফ বাংলাদেশ খুলনার চিফ অব ফিন্ড জনাব মো. কাউসার হোসাইন উপস্থিত ছিলেন










রাজশাহীতে প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত
রাজশাহীতে প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এটুআই ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রাজশাহী এই চাকুরি মেলার আয়োজন করে। টিটিসি অডিটোরিয়াম প্রান্তে আয়োজিত মেলায় দেশের ২০ টি শিল্প- প্রতিষ্ঠান প্রশিক্ষিত যুবদের কাছ থে সিভি সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও চাকুরির জন্য নির্বাচন করা হয়।
মেলায় শুরুতে উদ্ধোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব এ, এন, এম মঈনুল ইসলাম। টিসিসি রাজশাহী এর অধ্যক্ষ জনাব এস এম ইমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি ,রাজশাহী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ , জনাব জাফর বায়েজিদ ,উপ-মহাব্যবস্থাপক, বিসিক, রাজশাহী, জনাব মো: আবুল কালাম আজাদ, ইন্সপেকটর, রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা, ডিবি, জনাব হাবিবুর রহমান, প্রোগ্রাম সহকারি , এটুআই।












