রাজশাহীতে প্রশিক্ষিত যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দিনব্যাপী চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এটুআই ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), রাজশাহী এই চাকুরি মেলার আয়োজন করে। টিটিসি অডিটোরিয়াম প্রান্তে আয়োজিত মেলায় দেশের ২০ টি শিল্প- প্রতিষ্ঠান প্রশিক্ষিত যুবদের কাছ থে সিভি সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও চাকুরির জন্য নির্বাচন করা হয়।
মেলায় শুরুতে উদ্ধোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব এ, এন, এম মঈনুল ইসলাম। টিসিসি রাজশাহী এর অধ্যক্ষ জনাব এস এম ইমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব মাসুদুর রহমান রিংকু, সভাপতি ,রাজশাহী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ , জনাব জাফর বায়েজিদ ,উপ-মহাব্যবস্থাপক, বিসিক, রাজশাহী, জনাব মো: আবুল কালাম আজাদ, ইন্সপেকটর, রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা, ডিবি, জনাব হাবিবুর রহমান, প্রোগ্রাম সহকারি , এটুআই।












