কক্সবাজারে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ, জেনারেশন আনলিমিটেড এবং এটুআই-এর আয়োজনে বুধবার ন্যাশনাল এপ্রেনটিসশিপ কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়-এর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) চেয়ারম্যান মোঃ আলী আকবর খান, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতারুজ্জামান, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) সভাপতি মির্জা নুরুল গণি শোভন, এগ্রো ফুড স্কিলস কাউন্সিলের সভাপতি মো. শফিকুল ইসলাম, পর্যটন শিল্প দক্ষতা কাউন্সিল সভাপতি মহিউদ্দিন হেলাল, বিটিইবি-এর উপ-পরিচালক এসএম শাহজাহান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর যুগ্ম-প্রকল্প পরিচালক মোঃ ছাইফুল ইসলাম।





